খুলনায় সাবেক সংসদ সদস্য ডা. গাজী আ. হকসহ ৩১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে নাশকতা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার এইআই আসাদুজ্জামান ও এসআই হাসানুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল ফুলতলার জামিরা শাহাপুর সড়কের আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় একদল অজ্ঞাত দুষ্কৃতকারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কের ওপর ককটেল ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানায় ১৭ জনের নাম উলেস্নখসহ আরও ৩০-৩৫ জনকে অজ্ঞতা আসামি দিয়ে নাশকতা মামলা দায়ের করে।
দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে প্রফেসর ডা. গাজী আ. হকসহ ৩১ জনের নাম উলেস্নখ করে অভিযোগপত্র দায়ের করা হয়।