পটুয়াখালীর দুমকিতে গরুতে মুগডাল খাওয়ার জেরে প্রতিপক্ষের ৪ জনকে পিটিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় ও রাত সাড়ে ১০টায় দুই দফায় হামলার ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরবয়েড়া গ্রামের চরকান্দা এলাকায় গরুতে মুগডাল খাওয়ার অপরাধে এলাকার মনির মৃধার লোকজন গরুর মালিক বাবুল হাওলাদারের স্ত্রী মাহফুজা বেগম (৪৫), কন্যা জান্নাতি (১১), নাজমা (১০) ও ছেলে মাসুদ হাওলাদারকে (১৬) বেধরক পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় বাবুল হাওলাদার বাদী হয়ে রাত ৯টায় অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থাকায় একটি লিখিত অভিযোগ করে। এদিকে থানায় মামলা করার খবর পেয়ে অভিযুক্ত মনির মৃধা ও তার ভায়রা ইউসুফ মৃধার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি বাহিনী রাত ১০টার দিকে রামদা, লাঠিসোঁটার দেশীয় অস্ত্র নিয়ে বাবুল হাওলাদার, ভাই বারেক হাওলাদার ও প্রতিবেশী ইব্রাহীম মৃধার বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে। দুমকি থানার ওসি তারেক আবদুল হান্নান বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।