শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

ভারতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ২য় ধাপে লোকসভা নির্বাচনের কারণে টানা তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি চিকিৎসা, শিক্ষা ও পচনশীল পণ্য ছাড়া সকল প্রকার আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশনে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়।

বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভারতে ২য় ধাপে দার্জিলিং জেলায় লোকসভা নির্বাচনের কারণে শিলিগুড়ি পুলিশ কমিশনারের স্বাক্ষরিতপ্রাপ্ত এক চিঠিতে ২৪ এপ্রিল সকাল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ রাখার বিষয়টি জানান।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, 'এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। এটি বাংলাদেশের কোনো নির্দেশনা না। যেহেতু ভারত সরকারের পক্ষ থেকে এই নির্দেশানা প্রদান করেছে, তাই তারা এই সময়ে বন্দর দিয়ে পচনশীল পণ্য ছাড়া সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার কোনো ট্রাক আসা যাওয়া করতে দেবে না। ২৭ এপ্রিল সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে