প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০টি উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এসব উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার স্থানীয় নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রম্যান পদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
গোদাগাড়ী উপজেলায় থেকে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পেয়েছেন 'কাপপিরিচ', পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম 'আনারস', সদ্য পদত্যাগকৃত দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল 'দোয়াত কলম', উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুনন্দন দাস 'মোটর সাইকেল' ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান 'ঘোড়া'।
ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেনের 'চশমা', উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার 'তালা', উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল 'টিয়াপাখি', আদিবাসী নেতা হুরেন মুর্মু 'টিউবওয়েল' এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি 'প্রজাপতি' ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা দেবী 'ফুটবল' প্রতীক পেয়েছেন। অপরদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পেয়েছেন 'কাপপিরিচ' ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন 'মোটর সাইকেল'। ভাইস চেয়ারম্যান পদে কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা 'চশমা ও অপরপ্রার্থী সোহেল রানা পেয়েছেন 'তালা'। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার পেয়েছেন 'কলস', সাগরিকা ভৌমিক 'বৈদু্যতিক পাখা' এবং নাসিমা বিবি পেয়েছেন 'সেলাই মেশিন'।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন নির্বাচনে অংশ নেবেন। এতে চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহ হক (আনারস), সাবেক পৌর মেয়র কামাল পাশা (কাপ পিরিচ), উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (মোটর সাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান (কৈ মাছ), কুলস্নাগড়া ইউনিয়ন আ'লীগের সম্পাদক নূরুল হুদা (দোয়াত কলম), যুবলীগ নেতা ফারুক আহমেদ (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাম ফাহমী ভূঞা (তালা), ছায়েদুর রহমান (টিউবওয়েল) এবং আব্দুল কাঈয়ুম খান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জাকিয়া সুলতানা জবা (ফুটবল), শারমিন আক্তার (হাঁস) এবং তহুরা বেগম (কলস) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় ৩ পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার 'ঘোড়া', জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস 'মোটর সাইকেল', জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান 'আনারস' ও রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু 'কলম' প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ 'উড়োজাহাজ', উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন 'টিয়াপাখি' প্রতীক। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হনুফা খাতুন 'কলস', মাধবী রানী শীল 'প্রজাপতি' ও মোসা ইয়াসমিন আক্তার পেয়েছেন 'হাঁস' প্রতীক।
রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ জালাল উদ্দীন জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচারন বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক খালিদ হোসেন।'