'শেখ হাসিনার সরকার আছে বলেই মানুষ উন্নয়ন ও সমৃদ্ধি দেখছে'

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বাইপাস সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি -যাযাদি
চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই রাউজানের মানুষ সকল সুযোগ সুবিধা পাচ্ছে, উন্নয়ন ও সমৃদ্ধি দেখছে।' সোমবার চট্টগ্রামের রাউজান পৌরসভার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনকালে সংসদ সদস্য একথা বলেন। উন্নয়নের আওতায় আসা সড়ক তিনটি হচ্ছে গহিরা আসাদ চৌধুরী বাড়ির সড়ক, রাউজান সরকারি কলেজ-পৌর সদর ও দাশপাড়া-শরীফপাড়া বাইপাস সড়ক। এই তিনটি সড়ক উন্নয়নে খরচ হবে ১৮ কোটি টাকা। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, মেয়র জমির উদ্দীন পারভেজ, ইউএনও অংগ্যাজাই মারমা, উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) রিদোয়ানুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, কাউন্সিল বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, সওকত হোসেন, দিলীপ চৌধুরী, চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন প্রমুখ।