গোপালগঞ্জে তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহে রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ করেন পুলিশ সুপার আল বেলি আফিফা -যাযাদি
গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহে রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি এবং স্যালাইন বিতরণ করেছেন পুলিশ সুপার আল বেলি আফিফা। মঙ্গলবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় মেয়ে আরিশা নাবীনকে নিয়ে এসব বিতরণ করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহাবুবুল আলম, লুৎফুল কবীর চন্দন, সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, গোপালগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুনর রশীদ, সার্জেন্ট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আল বেলী আফিফা বলেন, 'প্রচন্ড তাপদহে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তারপরও খেটে খাওয়া মানুষগুলো বাঁচার জন্য আয় রোজগার করতে মাঠে নেমে পড়েছে। তাদের সেই কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে আমি আমার মেয়ে ও অফিসারদের নিয়ে তাদের সহমর্মিতা জানাতে জেলা শহরের সড়কগুলোতে গিয়েছিলাম। সড়কগুলোতে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজিবাইক চালক, পথচারী, ট্রাফিকদের হাতে একটি করে মিনারেল ওয়াটার ও স্যালাইন দিয়ে তাদের সঙ্গে দাবদহ ভাগাভাগি করেছি।'