শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মূলধারার সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
মূলধারার সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, দেশজুড়ে প্রকৃত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে। তিনি বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা, আমলাসহ সব সেক্টরের কর্মকর্তাদের ডাটাবেজ খুঁজলেই পাওয়া যায়, কিন্তু কোনো সাংবাদিকদের একাল-ওকালের তথ্য-উপাত্ত কোনোভাবেই পাওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্ধারে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ঢাকায় কিছু পত্রিকা আছে, যারা সাংবাদিকদের কাছ থেকে টাকা আদায় করে পরিচয়পত্র দেয়। এই কারণে হলুদ সাংবাদিকতা আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত 'গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপরোক্ত কথা বলেন তিনি। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী কর্মশালা শেষে আগত প্রায় ৪০ জন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে