তফসিল ঘোষণার পরের দিন থেকেই আটঘরিয়া উপজেলার নির্বাচনী মাঠ উত্তপ্ত হওয়া শুরু করেছে। পারিবারিক স্বার্থের দ্বন্দ্বের জেরে আটঘরিয়া পৌর এলাকায় কন্দর্পপুর মহলস্নার চাচা লতিফ ও ভাতিজা হেলালের মধ্যে স্বার্থের দ্বন্দ্বে বৃহস্পতিবার স্থানীয় দেবোত্তর বাজারে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরের দিন শুক্রবার বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে শসস্ত্র মহরা ও মারামারিতে হেলাল, হিমেল, মালেক ও মোশারফসহ পাঁচ থেকে সাতজন গুরুতর জখম ও আহত হলে তাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে কারও কারও অঙ্গহানি ঘটেছে। বিষয়টি ক্রমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী তানভীর ও কামালের দলাদলিতে রূপ নিতে চলেছে। তবে সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের হস্তক্ষেপের প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায়, অবস্থান ও দ্রম্নত হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকার থমথম অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।