চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে ২০০ বছরের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী মিয়ার বলিখেলা ও বৈশাখী মেলা রোববার রাতে শেষ হয়েছে। মেলায় বাংলার ঐতিহ্যবাহী বলিখেলা ও দেশীয় খেলার প্রতিযোগিতা হয়। মেলা উপলক্ষে বড়উঠান জমিদার বাড়ি ঘিরে বসেছে কয়েক হাজার স্টল ও দোকান। এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। মেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জমিদার আন্নর আলী খার বংশধর সাজ্জাদ আলী খান মিঠু। মেলা পরিচালনা কমিটির প্রধান ছিলেন কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, অন্যদের মধ্যে ছিলেন মাঈনু মিয়া, মেজবাহ উদ্দিন খান, মো. মুছা, সাজ্জাদ খান সুমন মেম্বার, সাঈফ উদ্দিন মেম্বার, আসহাব উদ্দৌলা খান, বেলাল উদ্দিন খান, জসিম উদ্দিন খান, মো. আমিন, ফখরুল আবেদিন জিকু, মো. সেলিম, মো. জসিম, মো. মনির, আজগর, মো. আবদুল হারিম, আবদুল খালেক। মেলায় সার্বিক ব্যবস্থাপক জমিদার আন্নর আলী খার বংশধর সাজ্জাদ আলী খান মিঠু জানান, আমাদের বংশপরম্পরায় এই মেলা চলে আসছে।