চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভারতীয় নাবিকের মৃতু্য
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
চট্টগ্রাম অফিস
জাহাজ থেকে পড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভারতীয় এক নাবিকের মৃতু্য হয়েছে। ওই নাগরিকের নাম ক্রুনাল কুমার গজানন্দ (৩৫)। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। ট্রাইস্টার ডুগন নামের জাহাজে কর্মরত ছিলেন তিনি।
\হরোববার সকালে এ তথ্য জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূরে আলম আশেক। তিনি বলেন, শুক্রবার দিবাগত ভোররাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। ক্রুনাল কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের ওপর থেকে হ্যাচ বা ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজে কাজ করার সময় একজন নাবিক অসাবধানতাবশত ওপর থেকে ডেকে পড়ে যান। এতে ওই নাবিকের মৃতু্য হয়েছে। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানার আলফা বহির্নোঙর এলাকায় নোঙর অবস্থায় ওই জাহাজে এ ঘটনা ঘটে।
তবে জাহাজ কিংবা তাদের এজেন্টের পক্ষ থেকে বন্দরের নিয়ন্ত্রণ কক্ষে কিছুই জানানো হয়নি। আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, জাহাজটি ব্রাজিল থেকে ৭১ হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে এসেছিল। পানামার পতাকাবাহী এমভি ট্রিস্টার ডুগন জাহাজে সীম্যান পদে কর্মরত ছিলেন নিহত ক্রুনাল কুমার গজানন্দ। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। জাহাজটির স্থানীয় প্রতিনিধি হাসান শিপিং লাইনস।