দাউদকান্দিতে ন্যায্যমূল্যের ওষুধের দোকান বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে সরকারি ন্যায্যমূল্যের ওষুধের দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দোকানের স্বত্বাধিকারী গোলাম মহিউদ্দিন। রোববার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় লিখিত বক্তব্যে তিনি বলেন, '২০১৩ সালে প্রথমে তিন বছরের জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকান দরপত্রের মাধ্যমে পেয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। পরবর্তীতে ২০১৩ সালে রি-টেন্ডারের মাধ্যমে কাগজপত্র জমা দেই। এবং দোকানের ভাড়া বাবদ প্রতি মাসে ১৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে আসছি এবং নিয়মিত বিদু্যৎ বিল দিচ্ছি।' তিনি আরও বলেন, '২০১৩ সালের দরপত্র অনুযায়ী চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, কুমিলস্নার কুচাইতলী হাসপাতাল ও বাঞ্ছারামপুর হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু থাকলেও শুধু আমার ফার্মেসি আইনের দোহাই দেওয়া হচ্ছে কেন। এছাড়া টেন্ডারের জামানতের এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফেরত না দিয়েই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।' তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় এমপির সহায়তা কামনা করেন।