সিরাজগঞ্জের তাড়াশ থানার উদ্যোগে অপরাধ প্রতিরোধে ওয়ার্ড সদস্যের সহায়তায় পাড়ায় মহলস্নায় পাহারার ব্যবস্থার অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে।
তাড়াশ থানা ওসি নজরুল ইসলাম বলেন, 'ঋতু পরিবর্তনে বিভিন্ন সময় তাড়াশ থানা এলকায় পূর্ববর্তী অপরাধ চিত্রানুসারে দেখা যায় যে, গরু চুরিসহ বিভিন্ন চুরি ও অন্য অপরাধ সংঘটনের প্রবণতা বৃদ্ধির আশঙ্কা থাকে। থানায় কর্মরত অফিসার ফোর্স, সরকারি গাড়িযোগে থানা এলাকায় প্রত্যেক পাড়ায় মহলস্নায়, প্রতিটি রাস্তায়, বাজারঘাট এবং প্রতিটি বাড়ির সামনে নিরাপত্তার জন্য অবস্থান করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য সরকার স্থানীয়দের সম্পৃক্তের জন্য কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং-এর মতো ব্যবস্থা গ্রহণ করেছে। এমতাবস্থায় উপজেলার সব ইউনিয়নাধীন এলাকায় ওয়ার্ড, পাড়া ও মহলস্নায় অপরাধ প্রতিরোধে ওয়ার্ড সদস্য এবং প্রধান বর্গের সহায়তায় অনুরোধ পত্রের মাধ্যমে পাহারার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।