শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সালথায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ আটক ১১

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
সালথায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ আটক ১১

ফরিদপুরের সালথায় পোলটি মুরগির ফার্ম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিবেশ শান্ত করেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানান, গোপালিয়া উত্তরপাড়ায় ইয়ার আলীর পল্ট্রি মুরগির ঘর নির্মাণে তার চাচাতো ভাই ওমর আলী বাধা দেয়। তারা দুইজন চাচাতো ভাই হলেও গ্রাম্যদল করেন আলাদা। পরে তাদের কথা কাটাকাটির জেরে উভয়পক্ষের কয়েকশ' লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালিয়া মাঠের মধ্যে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে