কলারোয়ায় বিছলিকাটা মেশিনে শিশুর কবজি বিচ্ছিন্ন
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে সাজিম হাসান নামে এক শিশুর। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। সাজিম হাসান (৮) ওই গ্রামের কবিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শিশু সাজিম হাসানের বাবা মালয়েশিয়া প্রবাসী। তার মা অন্যত্র বিয়ে করে অন্য জায়গায় বসবাস করে। সাজিম দাদা দাদির কাছে থাকে। রোববার বেলা ১২টায় বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের পাশে এজদান সরদারের বাড়িতে বিছলিকাটা মেশিনে অসাবধানতাবশত হাত দেয়। এতে সাজিমের বাঁ হাতের কবজি থেকে চার টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে সাতক্ষীরায় হাসপাতালে পাঠায়। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কেঁড়াগাছী ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।