দাউদকান্দির গৌরীপুর বাজার ইজারা নিয়ে দ্বন্দ্ব

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারের ইজারা আদায় নিয়ে দুইপক্ষ মুখোমুখি অবস্থায় রয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরেজমিন গিয়ে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী গৌরীপুর বাজারটির ইজারা পেয়েছেন সালাউদ্দিন রিপন। পরে তিনি শুধু ছাগল বাজারটি পাঁচ লাখ টাকার বিনিময় রকিব উদ্দিন প্রধানকে লিখিত চুক্তির মাধ্যমে প্রদান করেন। রকিব উদ্দিন তার দায়িত্ব পালন করতে গেলে গত রোববার প্রতিপক্ষের লোকেরা তাকে হুমকি দেয়। তিনি তার জীবনের নিরাপত্তা এবং নির্বিঘ্নে কাজ করার স্বাধীনতা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে সালাউদ্দিন রিপন জানান, 'গৌরীপুর ছাগল বাজার ইজারার বিষয়ে একটু মতবিরোধ রয়েছে। এই মতবিরোধ নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, খুব শিগগিরই একটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে পারব।'