ধর্মপাশায় হাওড়ে ধান কাটা শুরু
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু হয়েছে। গত শনিবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের হাওড়ে কৃষক প্রীতিশ বর্মণের জমির পাকা বোরো ধান কাটার মধ্য দিয়ে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উৎসবের উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালেব সরকার, ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, 'হাওড় এলাকার কৃষকের বছরের একমাত্র বোরো ফসল ঘরে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।'
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, 'এবার বোরো মৌসুমে ধর্মপাশা হাওড়ে ৩১ হাজার ৯. ৭ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনও হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে হাওড়ের বোরো ধান কাটা শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।'