ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের বিচরণ বেড়েছে। এসব কুকুরের কামড়ে প্রায়ই আহত হচ্ছে মানুষসহ গবাদি পশু। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী বাজারে ও ব্র্যাকমোড় সংলগ্ন কাশিয়াবাড়ী, কদমতলা ও ফুলসাগর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধ মিলে প্রায় ১৫ জন মানুষ গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পরে কুকুরটিকে মেরে ফেলে। কুকুরের কামড়ের শিকার আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কাশিয়া গ্রামের আইনুল হকের শিশুপুত্র মবিন (৪), মইনুল হকের শিশুকন্যা মিম (৯), একই এলাকার এরশাদুল হকের ছেলে মোহাম্মদ আলী (১৫), সুরুজ মিয়ার স্ত্রী নুরনাহার বেগম (২৫) ও বৃদ্ধ আনছার আলীসহ (৮০) প্রায় ২০ জন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, 'ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত রোগীদের সংখ্যা আমার জানা নেই। তবে এসব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।'