শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের বিচরণ বেড়েছে। এসব কুকুরের কামড়ে প্রায়ই আহত হচ্ছে মানুষসহ গবাদি পশু। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী বাজারে ও ব্র্যাকমোড় সংলগ্ন কাশিয়াবাড়ী, কদমতলা ও ফুলসাগর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধ মিলে প্রায় ১৫ জন মানুষ গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পরে কুকুরটিকে মেরে ফেলে। কুকুরের কামড়ের শিকার আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কাশিয়া গ্রামের আইনুল হকের শিশুপুত্র মবিন (৪), মইনুল হকের শিশুকন্যা মিম (৯), একই এলাকার এরশাদুল হকের ছেলে মোহাম্মদ আলী (১৫), সুরুজ মিয়ার স্ত্রী নুরনাহার বেগম (২৫) ও বৃদ্ধ আনছার আলীসহ (৮০) প্রায় ২০ জন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, 'ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত রোগীদের সংখ্যা আমার জানা নেই। তবে এসব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে