নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার বছরেও শেষ হয়নি আট কিলোমিটার পাকা রাস্তার সংস্কার কাজ। এলজিইডির আওতায় নগর অঞ্চল প্রকল্প-২ (সিআরডিপি) আড়াইহাজার বাজার থেকে কামরাঙ্গীরচর হয়ে পুরিন্দা বাজার পর্যন্ত আট কিলোমিটার রাস্তার সংস্কার কাজ গত ৪ বছর আগে হাতে নেওয়া হয়।
প্রকল্পটির কাজ শুরু করা হয় ২০২০ সালের ২২ অক্টোবর। ২০২২ সনের ২২ এপ্রিল এর কাজ শেষ হওয়ার কথা। প্রকল্প ব্যয় ধরা হয় ৩১ কোটি ৯৯ লাখ টাকা। গত চার বছরে মাত্র ৩ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান, 'আগামী চার মাসের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ শেষ করা হবে।' আগের ঠিকাদার ঠিকমতো কাজ করেনি জানিয়ে তিনি বলেন, 'এ জন্য সিআরডিপি-২ প্রকল্পের নিয়ম অনুসারে ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে দেওয়ার জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী- নারায়ণগঞ্জ এর বরাবর পর পর কয়েকটি চিঠি দেওয়া হয়েছে।'
সংশ্লিষ্ট ঠিকাদার রিজভী কনস্ট্রাকশনের স্বত্ব্বাধিকারী ইউনুস আল মামুনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।