অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, 'জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার কাজ করে যাব। আমার মরহুম পিতা আতাউর রহমান খান কায়সার দুঃসময়ে দেশ থেকে পালিয়ে যাননি। আমিও পালিয়ে যাব না। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করছেন। আমরা উন্নয়নের সহযাত্রী হিসেবে আনোয়ারার উন্নয়নে একসঙ্গে কাজ করব।'
শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার চাতরী-চৌমুহনী টানেল সংযোগ সড়কের মুখে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, অহিদুল আলম অহিদ ও জিয়া উদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহি উদ্দিন, চট্টগ্রাম বিএম'র সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন খান পিন্টু, আবুল বশর প্রমুখ।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান আরও বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছেন সংগঠনের মূল শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলকেই গুরুত্ব দিয়ে থাকেন। জনপ্রতিনিধি মানে জনগণের কাছে থাকা। জনপ্রতিনিধি জনগণের ভালোবাসায়। জনপ্রতিনিধি শাসক নন, জমিদার নন, জনগণের সেবক। জনপ্রতিনিধি জনগণের কল্যাণে কাজ করবে।
তিনি আরও বলেন, অতীতে আমার নেমপেস্নট ভেঙে দেওয়া হয়েছিল। আমার উন্নয়ন কাজে বাধা দেওয়া হয়েছে। আপনাদের নিয়েই উন্নয়ন কর্মকান্ড চলবে। তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।