সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বৈশাখী উৎসব
ম গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কবিতায় ও নাচে-গানে বৈশাখী উৎসব পালন করেছে জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখা। শনিবার গাজীপুর প্রেস ক্লাবের সামনে অশ্বত্থ গাছ তলায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন। বিশেষ আলোচক ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অসীম বিভাকর, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা শারমিন জাহান।
ঈদ পুনর্মিলনী
ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলা মাদরাসা শিক্ষক কর্মচারী সমবায় সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে মাদরাসার শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমদ উল্যাহ আনছারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মজমের হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ ফয়জুল আলম, ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. সাইফুল্যাহ।
সেবা সপ্তাহ
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রাণিসম্পদে ভরবে দেশ, গরব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে কাহারোলে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাহারোলের আয়োজনে উপজেলা স্মৃতি সৌধ্য মাঠ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোছা. মৌসুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সরফরাজ হোসেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোয়াইনঘাটের ১১নং মধ্য জাফলং ইউনিয়নের দুবাঘ গ্রামে এই ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাণিসম্পদের সিলেট বিভাগের পরিচালক ডা. মো. মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মো. মিজানুর রহমান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খান, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আব্দুলস্নাহ আল সাবের, ভিএফএ মো. মনির উদ্দিন, এ আই কর্মী নিশাত চন্দ্র দে।
নবাগত ইউএনও
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ প্রশাসক ইউএনও (নির্বাহী অফিসার)-এর বদলি জনিত বিদায় ও নবাগত ইউএনওর (নির্বাহী অফিসার) যোগদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার পদে রুবাইয়া ইয়াসমিন উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করে বিদায়ী নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ফুলেল সংবর্ধনা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনা সভা
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়ায় উপজেলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসান ঢালীর সহযোগিতায় সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন মোলস্নার ব্যবস্থাপনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শরিফ প্রধানের সঞ্চালনায় অতিথিদের মধ্যে ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওমর আলী ওরফে জাবেদ ওমর।
কর্মী সমাবেশ
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক নানা বিষয় নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এমপির ব্যক্তিগত উদ্যোগে উপহার বিতরণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমে রুহী। অন্যান্যদের মধ্যে, পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন।
চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দ্রোহী জনসেবা সংঘের আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পীরগাছী মাদ্রাসায় চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎস দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। এ সময় ছিলেন- উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী মো. বাবর আলী বিশ্বাস, মো. আনোয়ারুল ইসলাম, মো. আব্দুল গাফফার মুকুল ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু।
পথসভা
ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে পথসভা শেষে শোডাউন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। শনিবার দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পথসভায় যোগ দেন। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী শরিফুজ্জামান শরিফ।
কবিতা উৎসব
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
কবি সংসদ বাংলাদেশ আয়োজিত হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতিত্ব করেন- কবি সংসদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক রেনুর পরিচালনায় উদ্বোধন করেন- বঙ্গবন্ধু কবিতা উৎসবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ডক্টর শহীদুলস্নাহ আনসারী। এতে প্রধান আলোচক ছিলেন- কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক।
কমিটি গঠিত
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ প্রেস ক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার পলাশ উপজেলা মোড়ে সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দৈনিক সমকালের পলাশ উপজেলা প্রতিনিধি মো. আশাদউলস্নাহ মনাকে সভাপতি ও আরটিভির নূরে আলম রনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সম্পাদক মো. আল- আমিন মিয়া।
মহাসম্মেলন
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
'বাংলার পথ ধরে বিশ্বের আঙ্গিনায় বাবা নাম কেবলম্' এই মতাদর্শে বিশ্বশান্তি তথা মানবতার কল্যাণে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে তিন দিনব্যাপী আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন শনিবার শেষ হয়েছে।
আনন্দমার্গ প্রচারক সংঘের আয়োজনে পীরগঞ্জ উপজেলার বোলদিয়ারা আনন্দ উত্তরা মাস্টার ইউনিটে এই মহাসম্মেলনে ভারতের আনন্দমার্গের কেন্দ্রীয় সচিব আচার্য্য প্রিয় কৃষ্ণানন্দ অবধূত, উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম, সংস্কৃতি-বিয়য়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব গৌতম কুমার সরকার, বাংলাদেশ আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য্য ব্রজেশ্বরানন্দ অবধূত, ঠাকুরগাঁও ভক্তি প্রধান খগেন্দ্র নাথ রায়, ড. শংকর তালুকদার এবং থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম অংশগ্রহণ নেন।
মেলার উদ্বোধন
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলস্নী উন্নয়ন কর্মকর্তা প্রোলস্নাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম। এ সময় ছিলেন- থানার ওসি মোজাফফর হোসেন, উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত অফিসার শহিদুল ইসলাম।
বাইসাইকেল বিতরণ
ম নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ১৭৮ জনের মাধ্যে আট লাখ ৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ১৬১ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন প্রধান অতিথি থেকে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যাপক ছাদিকুল আরেফিন, মিজ আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনাল, আফ্রিকা।