রামগতিতে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ নোটিশ
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস। শনিবার চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ ও শরাফ উদ্দিন আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী।
নোটিশে বলা হয়, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরদ্দের নির্ধারিত তারিখ থাকলেও ওই দুই প্রার্থী প্রতীক বরাদ্দের পূর্বেই প্রতীকসহ পোস্টার ছাপিয়েছেন, যা উপজেলা আচরণবিধি লঙ্ঘন। আগামী তিন দিনের মধ্যে উভয় প্রার্থীকে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশে উলেস্নখ করা হলো।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ বলেন, 'প্রতীকসহ কোনো পোস্টার ছাপানো হয়নি। অতি উৎসাহী কেউ আমার চাহিত প্রতীক দিয়ে পোস্টার বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুকে আপলোড করেছে।' একই কথা বললেন অপর চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী বলেন, 'আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরদ্দের নির্ধারিত তারিখ রয়েছে। তার আগেই ওই দুই প্রার্থী প্রতীকসহ পোস্টার ছাপিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এ জন্য তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।'