প্রশাসনকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান চেয়ারম্যান প্রার্থীর
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে প্রশাসনকে নিরপেক্ষ থেকে আসন্ন উপজেলা নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। শনিবার দুপুরে কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার লতিফপুর এলাকায় ঈদ পুনর্মিলন ও মতমিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এসময় উপজেলার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা উলেস্নখ করে তিনি বলেন, 'আমি নির্বাচিত হলে দল-মত-নির্বিশেষে সবাই মিলে এটাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব। আর মাননীয় প্রধানমন্ত্রী যেসব মিশন নিয়েছেন আমার নেতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দিকনির্দেশনায় সেসব উন্নয়নকাজ অব্যাহত রাখব। এখানকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করব।'
তিনি আরও বলেন, 'আমি জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার প্রতিটি গ্রাম-মহলস্নায় গিয়ে উন্নয়ন কাজ করেছি।'
কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কুদ্দুস খান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। এসময় কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।