তীব্র দাবদহে আড়াইহাজারের জনজীবন বিপর্যস্ত

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
তীব্র দাবদহে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার আড়াইহাজারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এমন তাপমাত্রায় রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে। যারা চলাচল করছেন তাদের বিভিন্ন পানীয়, শরবতের দোকান, বিভিন্ন আচার-চাটনিসহ তৃষ্ণা নিবারণ করে এমন সব দ্রব্যের দোকানগুলোতে ভিড় করতে দেখা যায়। শনিবার হাসপাতাল ছাড়া সব সরকারি অফিস বন্ধ থাকার কারণে অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারীরা রাস্তাঘাটে চলাচল করেননি তেমন। তাপমাত্রার আধিক্যের কারণে হাট-বাজার বা শপিং মলগুলোতেও লোকজনের উপস্থিতি কম লক্ষ করা গেছে। প্রখর রৌদ্রের কারণে বাজারে, রাস্তার দুপাশে ভ্রাম্যমাণ দোকানপাটও তেমন বসতে দেখা যায়নি। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও কম লক্ষ করা গেছে। এ অবস্থায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে মানুষকে রোদে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে এবং পানি বেশি করে পান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।