চলতি ২০২৪ সালের শুরু থেকে পাবনার আটঘরিয়া উপজেলায় ৩০ প্রকল্পে একযোগে শুরু হয়েছে উন্নয়নের মহোৎসব। এসব উন্নয়নের উদ্যোক্তা ও রূপকার বর্তমান উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম যার ব্যক্তিগত প্রচেষ্টায় চলতি ২০২৪ সলের শুরু থেকে মার্চ পর্যন্ত উপজেলায় রাস্তা, ব্রিজ, বাউন্ডারি নির্মাণ সহ বিভিন্ন ধরনের ৩০ প্রকল্পের উন্নয়ন কাজ শুরু ও চলমান রয়েছে।
জানা গেছে- উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যেসব উন্নয়ন কাজ অনুমোদন করাতে পেরেছেন সেসব প্রকল্পের মধ্যে আছে রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মাণ, ঈদগাহ ও গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ।
উলেস্নখিত উন্নয়ন কর্মকান্ড হলো- চাাঁদভা ইউনিয়নের সরাবারিয়া থেকে বাবু বাজার ভায়া মহসিন মোড় রাস্তা, দেবোত্তর ইউনিয়ানের সিংহরিয়া তজিমের ঢাল থেকে আটঘরিয়ামুখী রাস্তা, চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর ক্লাব থেকে কামারগাও রাস্তা, বাওইকোলা মোড় থেকে চাঁদভা বাজার রাস্তা, চাঁদভা বাজার থেকে সিফাতের ঢাল রাস্তা, মাঝপাড়া ইউনিয়নের নওদাপাড়া পূর্বপাড়া থেকে রামচন্দ্রপুর অভিমুখী রাস্তা, চাঁদভা ইউনিয়নের হাঁপানি গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাজপাড়া ইউনিয়নের পারখিদিরিপুর ঈদগা মাঠে বাউন্ডারি ওয়াল নির্মাণ, নসিরামপুর গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, নসিরামপুর গ্রামের ৭০০ মিটার রাস্তা পাকাকরণ প্রমুখ।
এছাড়াও লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুরামপুর পূর্বদিকে বিশ্বমা বটতলামুখী রাস্তার সরাগাছি জোলার উপর ৩২ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, যাত্রাপুর থেকে রাণীগ্রাম রাস্তার ভাদেতলা খালে ৪৪ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, রঘুরামপুর থেকে শ্রীপুর বাজার মুখি ইসামতি জোলার নুরু মাস্টারের বাড়ির কাছে ৫০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর থেকে জুমাইখিরিমুখী রাস্তার সুতেরবিলে ৩০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, জুমাইখিরি থেকে হিদাসকোল রাস্তার আত্রাই জোলার উপর ৫০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ।