দেশে এক মাস পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃতু্য হয়েছে। সর্বশেষ গত ১৯ মার্চ করোনায় একজনের মৃতু্য হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় মারা গেলেন ১৭ জন। এছাড়া এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে শনাক্ত হয়েছেন ১৫ জন। আর বাকি একজন কক্সবাজারে। এ সময় করোনা সন্দেহে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ৪ দশমিক ১৫।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৯ হাজার ৮০০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৬৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৪ জন।
চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন. ১-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রম্নত ছড়ানোর কারণে জেএন.১-কে 'ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট' হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে।