শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রিপেইড মিটার কার্যক্রম

ম গাজীপুর প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদু্যতের সাশ্রয়, দক্ষ, নিরাপদ এবং টেকসই ব্যবহারের জন্য গাজীপুর পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর আওতায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের জোড়পুকুর ছায়াবীথি এলাকায় তাজভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব হাসমত আরা, গাজীপুর পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, ডিজিএম (টেকনিক্যাল) জাহিদুল ইসলাম, ডিজিএম (ছায়াবীথি) আহম্মদ শাহ আল জাবির প্রমুখ।

মতবিনিময় সভা

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধুনট বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক। আরও বক্তব্য রাখেন ওসি সৈকত হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য মোজাফফর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ধুনট প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম প্রমুখ।

কৃষক প্রশিক্ষণ

ম জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় ৬০ জন কৃষক-কৃষানিকে কন্দাল জাতীয় ফসল চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম চলে। কন্দাল জাতীয় ফসল চাষের গুরুত্ব ও চাষাবাদের পদ্ধতিসহ প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া। এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক।

কার্যক্রম উদ্বোধন

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে প্রথমবারের মতো সার্বজনীন পেনশন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও নাহিদা সুলতানা পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের বিভিন্ন সুবিধার কথা উলেস্নখ করে বলেন, '১৮-৫০ বছর বয়সি জাতীয় পরিচয়পত্রধারী সব নাগরিকই পেনশন স্কিমে নিবন্ধিত হতে পারবেন।'

সভা অনুষ্ঠিত

ম পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবা?ড়ীতে উপজেলা প?রিষদ নির্বাচন উপলক্ষে অনলাইনে মনোনয়নপত্র দা?খিল বিষয়ে সম্ভাব্য প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত?বি?নিময় সভা অনু?ষ্ঠিত হয়ে?ছে। বৃহস্পতিবার উপজেলা প?রিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অ?ফিসার কামরুল হাসান।

বক্তব্য রাখেন অ?তি?রিক্ত জেলা প্রশাসক (সা?র্বিক) ও রিটা?র্নিং অ?ফিসার দেওয়ান মওদুদ আহমেদ, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, ওসি কেএম আজমিরুজ্জামান প্রমুখ। সভায় সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা অংশ নেন।

বাসন্তী পূজা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়াপাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের আয়োজনে এই পূজা সম্পন্ন হয়। মন্দিরের পুরোহিত শ্রী কাজল চক্রবর্তী জানান, 'চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়। বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। শারদীয় দুর্গা পূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয়।'

দিবস পালিত

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমদ, ওসি শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উলস্নাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী প্রমুখ।

প্রদর্শনী উদ্বোধন

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

'প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ'- এই প্রতিপাদ্যে বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি। সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বীথি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম প্রমুখ।

মেলা উদ্বোধন

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডা. বিপস্নব কুমার দে, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, সাজ্জাত হোসেন ও ছদের আলী প্রমুখ।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া প্রমুখ।

মাঠ দিবস

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কৃষক-কৃষানিদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া বস্নকের পৈলানপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম খান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ আশীষ কুমার কর ও গাজীপুর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সঞ্জয় কুমার পাল।

আলোচনা সভা

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা কে এম সাহেদুর রহমানের সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান মিশু। এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও খামারিরা। প্রদর্শনীতে ৪০টি স্টল অংশগ্রহণ করে।

প্রদর্শনী অনুষ্ঠিত

ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সায়েম, জেলা পরিষদ সদস?্য জহির উদ্দিন ব্যাপারী, মাসুদা ডেইজি, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক এমদাদুল হক মন্টু। প্রদর্শনীতে ২৫টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়।

পুরস্কার বিতরণ

ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

'প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ' এ প্রতিপাদ্যে শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রণিসম্পদ দপ্তর চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্‌ উদ্দিন ছালেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ। আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রাণিসম্পদ অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির পশু-পাখির স্টল শোভা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে