কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাছির উদ্দিন মুন্সী বলেছেন, 'খামার ও খামারির প্রাণীদের চিকিৎসাসেবা করে ভালো রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। এ উপজেলায় শত শত খামারি ও কৃষকের গরু পরিচর্যা করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা প্রত্যেক চিকিৎসকের দায়িত্ব।'
বৃহস্পতিবার কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী বলেন, 'সারাদেশে বর্তমান প্রধানমন্ত্রী কৃষক ও খামারিদের স্বাবলম্বী করার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শামীম হোসাইন।