শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে নীলফামারীতে পথনাটক

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে জেলা সদরের টুপামারী, পলাশবাড়ী, খোকশাবাড়ি, পৌরসভায় বিভিন্ন স্থানে নাটক অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায় ও যুব ফোরামের নেতৃত্বে নাটকটি পরিচালনা করা হয়। নাটক পরিচালনাকারী পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায় (১৭) জানায়, 'এই পথনাটক পরিচালনার মূল উদ্দেশ্য শিশুদের বাল্যবিয়ে মুক্ত, শিশু নির্যাতন ও নারী নির্যাতন সম্বন্ধে জনগণকে সচেতন করা।' নাটক দেখতে আসা স্কুলপড়ুয়া কিশোরীরা বলে, 'আমরা নাটকটির মাধ্যমে বাল্যবিয়ের কুফলসহ অনেক কিছু জানতে পারলাম। তাই আমরা বাল্যবিয়ে করবো না এবং বাল্যবিয়ে ও শিশু নির্যাতন হতে দেব না।' তাপশী রানী রায় (৪৫) নামে একজন অভিভাবক বলেন, 'আমার সন্তানকে আমি কোনো দিন বাল্যবিবাহ দিবো না, আজকে এই নাটক দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম।'