ফরিদপুরে যুবকের বিরুদ্ধে স্ত্রীর প্রতারণা মামলা দায়ের
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
সালমান মুনশি (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে ফরিদপুরের জেলা আদালতে প্রতারণা মামলা করেছেন প্রথম স্ত্রী সায়মা খাতুন (৩০) মামলা করেছেন (মামলা নং-৩৭৭/২৩)। সালমান মুনশি ফরিদপুরের বামনকান্দা এলাকার লুৎফর রহমান মুনশির ছেলে। স্ত্রী সায়মা খাতুন একই জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার সেকেন শেখের মেয়ে।
জানা গেছে, সালমান মুনশি প্রবাসী মশিউরের স্ত্রী সায়মার সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রতারক সালমান সায়মার স্বর্ণ ও নগদ প্রায় ৫০-৬০ লাখ টাকা কৌশলে বাগিয়ে নেন। সায়মা গর্ভবতী জানতে পেরে তাকে ঢাকায় নিয়ে গর্ভপাত করে যোগাযোগ বন্ধ করে দেন। সালমানের সঙ্গে যোগাযোগ করতে ব?্যর্থ হয়ে ফরিদপুর জেলা আদালতে মামলা নং ৩৭৭/২৩ করেন সালমা। মামলা চলমান অবস্থায় সালমান গোপনে বরিশালের উজিরপুরে দ্বিতীয় বিয়ে করেন। খবর পেয়ে সায়মা ওই মেয়ের বাড়িতে গেলে ঘটনাটি জানাজানি হয়। এ বিষয়ে সায়মা বলেন, 'আমার সঙ্গে প্রতারণা করে সর্বনাশ করেছে। দ্বিতীয় বিয়ে করে আরেকটি মেয়ের সর্বনাশ করতে চায়। এই প্রতারককে আইনের হাতে সোপর্দ করে বিচার নিশ্চিত করার দাবি জানাই।' অভিযুক্ত স্বামী সালমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সায়মার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে মামলার বিয়য়টি গোপন রেখে উজিরপুর এলাকায় বিয়ে করার বিষয়টি স্বীকার করেন।