শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন -যাযাদি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

পরীক্ষার্থীরা জানান, 'আগামী ১৯ মে ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার শুরু হবে। এ পরীক্ষার রুটিনে প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে এক দিনের বন্ধ রয়েছে। আমরা এই রুটিন মানি না। আমাদের প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত ২ থেকে ৩ দিন বিরতি দিতে হবে।' জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান জানান, 'পরীক্ষা নিয়ন্ত্রককে রুটিনের বিষয়টি সমন্বয় করা যায় কিনা তা দেখার জন্য বলা হয়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বোর্ড পরীক্ষা ছাড়াও বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের সবকিছু বিবেচনায় নিয়ে রুটিন প্রণয়ন করতে হয়।'

উলেস্নখ্য, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। যা ৬ জুন ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে