তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এবং হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছে। এ উপলক্ষে আশপাশের এলাকা থেকেও লোকজন আসে।
মঙ্গলবার বিকালে পাশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে মেলায় ফান্দাউকের এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসাও করে দেওয়া হয়। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পাওয়া এক ভিডিওতে দেখা যায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইট-পাটকেল আনা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, দুই গ্রামের দু'জনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।