সিরাজগঞ্জে ভূমিহীনদের কাঁচা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ
প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীন কৃষকদের ওপর হামলা করে তাদের রোপণ করা কাঁচা বোরো ধান কেটে নিয়ে গেছে জোতদার বাহিনী। হামলায় ৩ ভূমিহীন কৃষক আহত হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাডাঙ্গা বিলে ২৮.৩৪ একর সরকারি খাসজমি রয়েছে। ওই জমিতে ২০০৮ সাল থেকে চাষাবাদ করে আসছিলেন স্থানীয় ভূমিহীন কৃষকরা। কিন্তু এই জমি স্থানীয় জোতদার ইসরাইল গ্রম্নপের লোকজন নিজেদের দাবি করেন। এ নিয়ে ভূমিহীন কৃষকদের সঙ্গে জোতদার গ্রম্নপের বিরোধ চলে আসছিল। জেলা প্রশাসকের পক্ষ থেকে আদালতে মামলাও হয়েছে। এ বছর এই জমিতে বোরো ধানের আবাদ করেন ভূমিহীন কৃষকরা। ইতোমধ্যে ধানের চারা বড় হয়েছে। ধানের শীষও এসেছে। এমতাবস্থায় ১৪ এপ্রিল জোতদার গ্রম্নপের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে কাঁচা বোরো ধান কাটতে শুরু করে। খবর পেয়ে ভূমিহীনরা জমিতে গেলে তাদের ওপর হামলা চালায় জোতদার বাহিনী। হামলায় ৩ ভূমিহীন আহত হয়। ভূমিহীনদের দাবি- প্রায় ৮০ হাজার টাকা মূল্যে কাঁচা ধান কেটে নিয়ে গেছে জোতদার বাহিনী।
এ ঘটনায় জোতদার বাহিনীর ফরহাদ (৬০), ছোবাহান (৫৫), সাইফুল ইসলাম (৪৫), গোলাম (৬০), নাজমুল (৩৫), নাসিরসহ (৪০) ১৪ জনের নাম উলেস্নখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জোতদার ও স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, 'ভূমিহীনদের অভিযোগ সত্য নয়। আমরা আমাদের জমির ধান কেটেছি, এতে সমস্যা কোথায়। এখানে ভূমিহীনদের কোনো জায়গা নেই। জমি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আমাদের মামলা চলমান রয়েছে। সরকার যদি মামলায় জেতে এবং ভূমিহীনদের বরাদ্দ দেয় তাহলে তারা এই জমিতে আসতে পারবে। তার আগে না।'
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, 'ভূমিহীনদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তবে জোতদাররা দাবি করেছেন রোপণ করা বোরো ধান তাদের। এজন্য তারা কেটে নিয়ে গেছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'