শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
নীলফামারীতে রাম চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে হিন্দু মহাজোট জেলা শাখার মঙ্গল শোভাযাত্রা -যাযাদি

শ্রী শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে পূজা অর্চনা, যজ্ঞ, বর্ণাঢ্যর্ যালি ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় শ্রী শ্রী কেন্দ্রীয় শিব মন্দিরে পূজা অর্চনা ও যজ্ঞ শেষে বিভিন্ন ধরনের ফেস্টুন, ঢোল-তবলা বাজিয়ে ও ব্যানার নিয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা ও উপজেলা হতে হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু-সন্যাসী, ধর্মযাজকসহ বরেণ্য হিন্দু ব্যক্তিরা শোভাযাত্রাটিতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ। পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে