সুন্দরবনের দুই চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা পাথরঘাটায় লোকালয়ে আসা দুইটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সকাল ৯টার সময় পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা নামক এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে অথবা চোরা কারবারিয়া হয়তো সুন্দরবন থেকে এনে সরাতে না পেরে হরিণ দুইটিকে লোকালয়ে ছেড়ে দিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল টিমের ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওবায়দুল রহমান বলেন, হঠাৎ করে সকালে খবর পাই যে, লোকালয়ে দুটি হরিণ ঢুকে পড়েছে। মানুষ দেখে হরিণ দুটি ভয়ে দৌড়াদৌড়ি করে। একপর্যায়ে বেড়িবাঁধের পাশে থাকা জালে একটি হরিণ বেঁধে যায়। কিছুক্ষণ পর দ্বিতীয় হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়। হরিণ দুটি দ্রম্নতই সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে। কারণ চিত্রা হরিণ বেশি মানুষ দেখলে স্টক করে মারা যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই এলাকায় কয়েকটি সক্রিয় হরিণ চোরা কারবারি গ্রম্নপ আছে। তারাও এই হরিণ দুটি লোকালয়ে বিক্রির উদ্দেশে নিয়ে আসতে পারে। তাই হরিণ রক্ষায় বন বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে দাবি করেন তারা।