ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশের স্বাধীনতার প্রথম রাজধানী খ্যাত ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার (বৈদ্যনাথতলায়) মুজিব নগরে মুজিব নগর সরকার শপথ গ্রহণ করেন, যা মহকুমা থেকে মুজিবনগর হিসেবে দেশের ইতিহাসে মুজিব নগর দিবস হিসেবে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে প্রতি বছর সারাদেশে দিবসটি পালন করা হয়ে থাকে। বুধবারও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যরালে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ অংশ নেন। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে জেলা প্রশাসনের নাটমন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উলস্না খান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এমএ বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, অধ্যক্ষ মুকুল কুমার মলিস্নক প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল একটি অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। নড়াইল প্রতিনিধি জানান, বুধবার দুপুরে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে টিটিসির সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শিক্ষানুরাগী আঞ্জুমান আরা। মুজিব নগর দিবসের ঐতিহাসিক রূপকথার গল্প উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু এবং বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এনামুল কবীর টুকু। এ সময় নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহারুল ইসলামের সভাপতিতে তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুজিবনগর দিবসের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলার কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহরুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাবেক প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, বিদু্যৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ওমর ফারুক সুমন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ প্রামাণিক। উপস্থিত ছিলেন ওসি জহুরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রাং, নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, মৎস্য অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ। ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইবের সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেব নাথ, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকাশ, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান প্রমুখ। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও মো. ওবায়দুলস্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সংস্কৃতি কর্মী মোতাচ্ছিম বিলস্নাহ প্রমুখ। এ সময় কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক শামসুল আরেফিন সুলভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, পলস্নী উন্নয়ন অফিসার রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুরে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান, ওসি শাহ্ নুর এ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাজ সুলতানা, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আওলাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম (বাবু), রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন, বালস্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া প্রমুখ। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও কেন্দুয়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আসাদুল হক ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমী, কেন্দুয়া থানা তদন্ত ওসি ওমর কাইয়ুম। উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আসাদুজ্জামান খান প্রমুখ। কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় ইউএনও রাখী ব্যানার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, কচুয়া থানার ওসি মহসীন হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা হাসিবুল হাসান, পলিস্নবিদু্যৎ অফিসের এজিএম নাজমুল হাসান, শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না প্রমুখ। কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় ইউএনও বিএম তারিক উজ জামামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, প্রাণিসম্পদ অফিসার কাজী মুস্তাইন বিলস্নাহ, কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, এসআই বাবন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক খায়রুল আলম প্রমুখ। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকরা। এ সময় ১৯৭১ সালের ওইদিনের তাৎপর্যের উপর আলোচনা রাখেন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও নাহিদা সুলতানা। ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইউএনও উম্মে সালমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএন সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সদরপুর থানার ওসি শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা নিটুল রায়, বীর মুক্তিযোদ্ধা আ. গাফফার।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচনা সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার ্্আজম মুন্না, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সাইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজি আতিকুর রহমান। বক্তব্য রাখেন রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক জয়শ্রী পাল, সাংবাদিক আজগর আলী খান, কৃষি অফিসার মাহবুব এলাহী রানা, সহকারী শিক্ষা অফিসার আবদুল করিম, চাঁদআলী প্রমুখ।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলীতে ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডা. মোস্তফা আলম নাননু। পিআইও রাশেদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু প্রমুখ।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় ইউএনও আনিছুর রহমার বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস, শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন ১৭ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন আজ। ১৯৭১ সালের এই দিনে গঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। আনুষ্ঠানিকভাবে এই দিনে অনুমোদন দেওয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে। এ সময় সরকারি কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম হাদি, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, উপ প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান, বানিয়াচং প্রেস ক্লাব সভাপতি মোশাহেদ আলী সাহেদ, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায়, ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসি ল্যান্ড মোস্তাফিজুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ খলিফা, ওয়াহেদ আলী, আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল ইসলাম, মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মনতোষ রায় কেষ্ট, কাজি আজহার আলি কলেজের প্রভাষক আহসান টিটু প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও ও এসি ল্যান্ড জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর শ্যাম সুন্দর মিত্র, পিআইও শাফিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভ‚ষন রায়, সাংবাদিক রজব আলী প্রমুখ।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড কিশোর কুমার দাস, উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল, অধ্যাপক মতিউর রহমান, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, পৌর মেয়র আবদুল আউয়াল সরদার, উপজেলা প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গোসাইরহাট থানার ওসি পুস্পেন দেবনাথ, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আশরাফুল ইসলাম লিটন দেওয়ান প্রমুখ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও অনিন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড নাসিতাতুল ইসলাম, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির, সমাজসেবা অফিসার এহসানুল হক, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক কাজী আছমা, যুব মহিলা লীগ নেত্রী জেসমিন সুলতানা পুষ্প প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ইউএনও কাউছার আহমেদের সভাপতিত্বে সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ডাক্তার শাহাবুদ্দিন আহসান, এসি ল্যান্ড রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাম উদ্দিন, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অন্যরা।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, পিআইও ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।
বেলাব (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবতে ইউএনও আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড নাজমুল হাসান, থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খাঁন, সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, বেলাব প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আমিনুল হক।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, সোনাতলায় ইউএনও সাবরিনা শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বকুল, প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, ওসি বাবু কুমার সাহা, এসি ল্যান্ড প্রতীক মন্ডল। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক প্রমুখ।
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠানে ইউএনও মমতা আফরিন, আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, উপজেলা প্রকৌশলী নাইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়ার সঞ্চালনে আলোচনা সভায় বক্তৃতা করেন এসি ল্যান্ড খালিদ হাসান, পৌর মেয়র আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এসআই দেব্রত প্রমুখ।