রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দৌলতপুরে সড়কের গাছ কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
দৌলতপুরে সড়কের গাছ কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া-কাতলামারী সড়কের গাছ কেটে সীমানা প্রাচীর নির্মাণ করেছে তারা টোব্যাকো নামে একটি বেসরকারি কোম্পানি।

জানা যায়, উপজেলার আড়িয়া ইউনিয়নের জহুরাগঞ্জ নামক স্থানে তামাক ক্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ওই তামাক ক্রয়কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারাগুনিয়া-কাতলামারী সড়কের কয়েকটি গাছ কেটে সড়কের জমি দখল করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

সরকারি গাছ কেটে প্রাচীর নির্মাণের ব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ করার চেষ্টা করলে তাদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। নাম-পরিচয়ে জানাতে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গাছ কাটার অনুমতি আছে, কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

উপজেলা বন পরিদর্শক আবু বক্কর জানান, এই সড়কের গাছ জেলা পরিষদ কুষ্টিয়ার সম্পদ। সড়কের গাছ কাটতে হলে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করে কাটার কথা। এভাবে গাছ কাটার কোনো বিধান নেই বলে তিনি জানিয়েছেন।

জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন, 'এ বিষয়টি আমার জানা নেই। তবে গাছ কাটতে হলে অবশ্যই সিস্টেম মেনে বন বিভাগের সহযোগিতা নিতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে