ত্রিশালে আ'লীগ নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ময়মনসিংহ বু্যরো ও ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের জিলানীর হত্যাকারীদের দ্রম্নত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া, এলাকাবাসী ও জিলানীর পরিবার উপস্থিত ছিলেন।
জিলানীর ছেলে রাকিবুল হাসান বলেন, 'আমার বাবার সঙ্গে আমি ছিলাম। মামুন ও সোহাগ বাহিনী আমার বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমি বাধা দিতে গেলে ওরা আমার ওপরেও আক্রমণ করে।'
নিহতের মেয়ে মিম আক্তার বলেন, 'ওদের অত্যাচারে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি। আমি স্কুলে গেলে তারা স্কুলে যাওয়ার পথে নানাভাবে বাধা দিত। এবার আমার বাবাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমার বাবার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
বিচার প্রার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দোষীদের দ্রম্নত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।