রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
চার জেলায় নারীসহ আরও ৪ অপমৃতু্য

নাটোরে টাকার ভাগ ও গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ২

স্বদেশ ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
নাটোরে টাকার ভাগ ও গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ২

নাটোরে ঠিকাদারির টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে একজন এবং রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদ কেন্দ্রিক শত্রম্নতা নিয়ে দুই পক্ষের মারামারিতে আরেকজন নিহত হয়েছে। এদিকে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদু্যৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক, বাগেরহাটের মোড়েলগঞ্জে মোটর সাইকেল চালক ও পাবনার ঈশ্বরদী ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- নাটোর প্রতিনিধি জানিয়েছেন, নাটোর পৌরসভায় ঠিকাদারির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সিহাব হোসেন শিশির (২৬) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হাসু মিয়া নামে অপর একজনের হাতের আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার দুপুরে নাটোর পৌর ভবনের ভেতরে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো এবং হাসু মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত শিহাব হোসেন শিশির শহরের মলিস্নকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে এবং আহত হাসু মিয়া কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে। জানা যায়, শহরের মলিস্নকহাটি এলাকায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে মোস্তাফিজুর আলম হিরো ও হাসু গ্রম্নপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রম্নপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের গাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রুহুল আমিন নামের একজন মারা গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছ গোদাগাড়ী মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- আব্দুল লতিফের ছেলে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম ও তার ভাই এলাকার রবিউল ইসলাম এবং একই এলাকার মনিরুল ইসলামের ছেলে সিফাত (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সময় মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত রুহুল আমিন সাগয়িান ঘুন্টি গ্রামের ফজলুল হকের ছেলে এবং নেজাম মেম্বারের পক্ষের লোক। এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, নিহতের স্ত্রী আকলিমা খাতুন সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মামলা করেন। এতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজোর সামরাই মন্দিরপাড়া গ্রামে নরেশ আমাশু রায়ের নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার পরীক্ষিত রায় (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃতু্য হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরীক্ষিত রায় উপজেলার চোপড়া উত্তর পাড়ার খিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে। জানা গেছে, ঘটনার দিন উপজেলার রাজোর মন্দিরপাড়া এলাকায় নরেশ আমাশু রায়ের নির্মাণাধীন ভবনে ৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পরীক্ষিত রায় রড কাটার জন্য ড্রিল মেশিনে বৈদু্যাতিক সংযোগ দিতে গিয়ে ছেড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম ডন বলেন, 'লাশ আমাদের হেফাজতে রয়েছে। রাণীশংকৈল থানায় একটি বার্তা পাঠিয়েছি। যাচাই-বাচাই শেষে বার্তার উত্তর পেলে লাশ হস্তান্তর করা হবে।' বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে হাসান মোলস্না (২৭) নামের একজন ভাড়ায়চালিত মোটর সাইকেল চালক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে হাসান মোলস্নার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসান মোলস্না মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ঠাকুরোন তলা গ্রামের ফেরদৌস মোলস্নার ছেলে। পুলিশ জানায়, মোটর সাইকেল চালানো নিয়ে গত রোববার বাবা ফেরদৌস মোলস্নার সঙ্গে হাসানের মনোমালিন্য হয়। এক পর্যায়ে হাসান মোটর সাইকেলটি পুড়িয়ে দেন। এরপর চাচার বাড়িতে গিয়ে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি অপমৃতু্য মামলা রেকর্ড হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে বেলতলা এলাকায় গত শনিবার রাতে রাজশাহীর রোহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদী অভিমুখী কমিউটার ট্রেনে দুই পা কাটা সেই নারীর মৃতু্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, ট্রেনে দুই পা কাটা অজ্ঞাত সেই মহিলার পরিচয় পাওয়া গেছে। তার সন্তানরা গত সোমবার রাতে এসে মৃতদেহ নিয়ে গেছে। জানা যায়, ঘটনার দিন দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে খন্ডিত দুই পাসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অজ্ঞাত সেই মহিলাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় গত রোববার তার মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে