বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

হত্যা ও মাদক মামলায় আট জেলায় গ্রেপ্তার ৪৪

স্বদেশ ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
হত্যা ও মাদক মামলায় আট জেলায় গ্রেপ্তার ৪৪

হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে আট জেলায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুর, রাজশাহী, রংপুর, বাগেরহাট, নওগাঁ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের, মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রাজশাহী অফিস জানায়, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন ট্রাক ড্রাইভার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দিলে রোববার রাতে পুলিশ পৌরসভার তৌমুরের মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা সরকারিভাবে নির্ধারিত ১২০ টাকা টোলের বিপরিতে ট্রাক প্রতি জোরপূর্বক ৫০০ টাকা করে আদায় করছিলেন। গ্রেপ্তাররা হলেন জাহাঙ্গীর আলম ও রকিবুর রহমান। তাদের বাড়ি গোদাগাড়ী এলাকায়। গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ট্রাক ড্রাইভারদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায়ের কারণে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি জানান, গাজীপুর কোনাবাড়ী আমবাগ এলাকায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া লালঘাট ব্রিজের পাশ হতে ও একই এলাকার পূর্বপাড়া সামসু মেম্বারের মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ উত্তরের উপ-পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অপরাধ বিভাগ উত্তরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা হতে আজাহার আলীর ছেলে মামলার মূল আসামি আশিক বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মামলার আরও এক আসামি একই এলাকার পূর্বপাড়া সামসু মেম্বারের মোড় থেকে মাসুদ রানার ছেলে আরাফাত হোসেন রাহাতকে (১৬) গ্রেপ্তার করা হয়।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের অনুসন্ধানী ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন সদর উপজেলা শাখা যুবদলের সদস্য-সচিব হাবিবুর রহমান শ্রাবণ (৩৫), যুবদল নেতা হাসিব বাবু (৩২), গোলাম রাব্বানী (৪০), আল আমিন (২২), আনোয়ার হোসেন (৪৫), মনির হোসেন (৫০) ও রফিকুল ইসলাম (২২)।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাট উপজেলার ঘাটবিলা এলাকায় স্বামী ও সন্তানের কাছ থেকে তুলে নিয়ে একজন গৃহবধূকে (২০) গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও হাতেনাতে ৪ লম্পট এবং পরে আরও একজনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন উপজেলার কাহালপুর গ্রামের আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ মোলস্না (১৮), নাসিম মোলস্না (১৯) ও করিম শেখ (২২)।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন শান্ত (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মোশারফ হোসেন শান্ত শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে। এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ সাজ্জাদ হোসেন (৩৫) নামে পলস্নী বিদু্যতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে মোশারফ হোসেন শান্ত ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় পরের দিন সোমবার বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় হত্যা চেষ্টা মামলা করেন ভুক্তভোগী সাজ্জাদ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে পৃথক স্থান থেকে ৫ জুয়াড়ি ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, ঈদ পরবর্তীতে এলাকায় অভিযান চালিয়ে উলিস্নখিত আসামিদের গ্রেপ্তার করা হয়। তারা হচ্ছেন উপজেলার খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দা গ্রামের শাহ আলী, খাগকান্দা পাঁচানীপাড়া গ্রামের শারফিন, পাঁচানী গ্রামের শাহ আলম, ও খাহকান্দা পাঁচানীপাড়ার মাইনুলস্নাহ। এদিকে নরসিংদী সদর থানার নবীপুর এলাকার আশরাফ আলীর ছেলে শাহ আলমকে চোরাই অটোরিকশাসহ গোপালদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরের মাদক সম্রাট সোহাগ শেখকে (৩২) ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ১৫ বোতল ফেন্সিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহাগ কয়কীর্তন ধরারপাড়া গ্রামের মোশারফ শেখের ছেলে। শ্রীনগর থানার ওসি আব্দুলস্নাহ আল তায়াবীর জানান, মাদক উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার চর মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়াড়ি এবং অন্যস্থান থেকে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়াড়িরা হলেন সেন্টু মাতুব্বর (৩৫), সঞ্জয় রায় (৩৫), মোক্তার মলিস্নক (৩০), শাহাদাত মলিস্নক (২৯), মো. সুমন (৩০), মো. শাহিন (৩০) এবং ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন রাসেল (২৭) ও শান্তা (২৬)। রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে