রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

পলস্নবীতে বাসের রেষারেষি, নিহত ১

যাযাদি রিপোর্ট
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
পলস্নবীতে বাসের রেষারেষি, নিহত ১

রাজধানীর পলস্নবীতে বাসের রেষারেষিতে চাপ খেয়ে সুজন ব্যাপারী নামে এক বাসচালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে পলস্নবী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তিনি পরিস্থান পরিবহণ বাসের চালকের সহকারী ছিলেন।

ঘটনার পর সুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিস্থান পরিবহণের চালক মো. সোহাগ। তার ভাষ্য, তারা বাস নিয়ে মোহাম্মদপুর থেকে আবদুলস্নাহপুরের দিকে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পলস্নবী বাসস্ট্যান্ডে বাসটি থামান তিনি। দরজায় থাকা সুজন নিচে নামছিলেন। তখন অপর একটি পরিবহণের বাস তাদের বাসকে দ্রম্নত অতিক্রমের (ওভারটেক) চেষ্টা করে। দুই বাসের মাঝে পড়ে চাপা খেয়ে গুরুতর আহত হন সুজন। পরে তাকে উদ্ধার করে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সুজনের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বলে জানা গেছে। তার বাবা করিম উদ্দিন ব্যাপারী। সুজন মিরপুর এলাকার একটি মেসে থাকতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে