ঢাবির হলে বন্ধ রুমে মধ্যরাতে আগুন
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দ্বিতীয় তলার ২৫০ নম্বর রুমে রোববার রাতে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে তালাবদ্ধ কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুনে কক্ষে থাকা ট্রাংকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, বইখাতা, কাপড়চোপড় ও বিছানা পুড়ে গেছে। আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যে হলের শিক্ষার্থীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হল প্রশাসন।
জহুরুল হক হলের একাধিক শিক্ষার্থী বলেন, ২৫০ নম্বর কক্ষে চারজন থাকেন। কক্ষ তালাবদ্ধ করে সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কক্ষটিতে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এ সময় হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য অন্য শিক্ষার্থীরা কক্ষটির তালা ভেঙে ফেলেন। তারা পানি ও অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
হলের একাধিক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে কক্ষে থাকা তিনটি ট্রাংকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, বই-খাতা, কাপড়, বিছানা পুড়ে গেছে।
জহুরুল হক হলের প্রাধ্যক্ষ মো. আবদুর রহিম বলেন, 'আগুন লাগার খবর পেয়ে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছিল। তারা এসেছিল। কিন্তু তার আগেই শিক্ষার্থীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে সার্টিফিকেটসহ কক্ষের থাকা জিনিসপত্র পুড়ে গেছে। বিষয়টা দুঃখজনক।'
ছুটিতে বাড়িতে যাওয়ার আগে এ ব্যাপারে শিক্ষার্থীরা যাতে সচেতন থাকেন, সতর্কতামূলক পদক্ষেপ নেন, সেই পরামর্শ দেন তিনি।