আত্রাইয়ে এলপি গ্যাস সিন্ডিকেটে গ্রাহকরা হয়রানির শিকার

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকদের উচ্চমূল্য দিয়ে বসুন্ধরা এলপি গ্যাস কিনতে হচ্ছে। জানা যায়,এ উপজেলায় বসুন্ধরা এলপি (জ্বালানি) গ্যাসের কোনো ডিলার নেই। রাণীনগর উপজেলার ডিলারের কাছ থেকে এ গ্যাস কিনে আত্রাইয়ের ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন। বসুন্ধরা এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে গ্রাহকদের কাছ থেকে উচ্চমূল্য হাতিয়ে নিচ্ছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১ হাজার ৪৪২ টাকা হলেও এ গ্যাসের প্রতি সিলিন্ডার গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা করে। স্থানীয় ব্যবসায়ী ছাইফুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিয়ে এ গ্যাস ক্রয় করছি। সিন্ডিকেটের কারণে সরকারি মূল্যে আমরা গ্যাস পাচ্ছি না। তাই আমাদের অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে। বসুন্ধরা এলপি গ্যাসের স্থানীয় (রাণীনগর উপজেলা) ডিলার জহুরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্যাসের সংকট থাকায় আমাদের কাছে ঠিকমতো সরবরাহ হচ্ছে না বিধায় বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তবে বিষয়টি দেখব।