নারায়ণগঞ্জের আড়াইহাজারে রমজানের শুরু থেকে এ পর্যন্ত যানজট পিছু ছাড়েনি। ঈদ যতই ঘনিয়ে আসছে যানজট তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাস্তায় লোকজনের হাঁটার কোনো উপায় নেই। প্রধান সড়কের দুই পাশে ফুটপাথগুলো দখল করে নিয়েছে অবৈধ দোকানপাট। রাস্তায় যত্রতত্র থেমে থাকা গাড়ি। ফলে যানবাহন ও লোকজনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গত সোমবার দুপুরে রাস্তায় বের হয়ে দেখা গেছে, রাস্তাভর্তি গাড়ি আর গাড়ি। কিন্তু গাড়িগুলো ঠাঁয় দাঁড়িয়ে আছে। যানবাহনের আধিক্য ও তীব্র যানজটের কারণে গাড়িগুলো চলতে ও গন্তব্যে যেতে পারছে না। লোকজন হেঁটে রাস্তা পারাপার হতে পারছে না। বিশেষ করে শপিংমলগুলোর সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় ছোট বড় অটোরিকশা প্রতিটি শপিংমলের সামনে পার্কিং করা থাকে। ফলে প্রধান সড়ক যানবাহন পূর্ণ থাকছে সর্বদা। রাস্তার এপারের লোকজন ওপারে যেতে কষ্ট হয়। এ ব্যাপারে কোন পথচারী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে চালকদের কিছু বললে আবার চালকদের রোষানলে পড়ে অপদস্থ ও হতে দেখা যায়।
আড়াইহাজার বাজারটি ঢাকা-বিশনন্দী (ফেরিঘাট) আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থিত থাকায় এখানে যানবাহনের চাপ বেশি। যানবাহনের চাপ কমাতে আড়াইহাজার পুরাতন রেল স্টেশন থেকে দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। ফলে ভারী যানবাহন ও বড় বড় ট্রাকগুলো ওই সড়কে চলাচল করছে বলে বাজারের ওপর যদিও একটু যানবাহনের চাপ কমেছে, তথাপি অটোরিকশার আধিক্য এবং যত্রতত্র ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার অধিক্যের কারণে বাজার কোনোক্রমেই যানজটমুক্ত হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে জানানো হয় যে, বাজারের যানজট নিরসনের ক্ষেত্রে ঈদের পর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে