বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
উপবৃত্তি

কারিগরির শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়ল

যাযাদি ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
কারিগরির শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়ল

বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ৩০ এপ্রিল পর্যন্ত সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমআইএস সফটওয়্যারে নতুন তথ্য এন্ট্রি করতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্য আগের দেওয়া তথ্যও আপডেট করা যাবে। এর আগে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির নির্ধারিত সময় ছিল ৭ এপ্রিল। গত ৬ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে চার বছর মেয়াদি ডিপেস্নামা, এইচএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল)/দাখিল নবম ও দশম শ্রেণি, প্রি-ভোকেশনাল (ষষ্ঠ থেকে অষ্টম) শিক্ষাক্রম পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তি দেওয়ার জন্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং আপডেট করার নির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে