বগুড়ায় একটি মার্কেটে আগুন লেগে ১৭ দোকান ভস্মিভূত হয়েছে। এতে ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
রোববার সকালে বগুড়া স্টেশন রোডের পার্শ্বে রেলওয়ে শাপলা সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মার্কেটে বেশির ভাগই গার্মেন্টস পণ্যের দোকান। ঈদের কেনাকাটার শেষ জমজমাট মুহূর্তে এই অগ্নিকান্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন।
আব্দুলস্নাহ ক্লোথ স্টোরের স্বত্বাধিকারী জানান, সকাল ৭টার দিকে তিনি ছেলেকে নিয়ে দোকান খোলার সময় সামনের দোকানের সারিতে ধোঁয়া দেখতে পান। এতে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা।
মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন জানান, সব মিলিয়ে ব্যবসায়ীদের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, 'বগুড়া সদরের ৫টি ইউনিটসহ পাশের শাজাহানপুর ও কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।'