অরক্ষিত লক্ষ্ণীপুর বধ্যভূমিতে মাদকের আড্ডা, সরঞ্জাম চুরি
প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্ণীপুর বধ্যভূমি অরক্ষিত থাকায় এলাকার বখাটেদের মাদক সেবনের আড্ডা বসে। সেখানকার মূল্যবান সরঞ্জামাদি ইতোমধ্যে অনেক চুরি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে বধ্যভূমির ইটও হারিয়ে যাবে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক।
চেয়ারম্যান আব্দুল মালেক জানান, বধ্যভূমি নির্মিত হলেও এবং এতে বৈদু্যতিক সরঞ্জামসহ অনেক কিছুই সংযোগ হলেও রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই প্রায় প্রতিদিনই সেখানে এলাকার বখাটেতে ছেলেদের মাদক সেবনের আড্ডা বসে। এ কারণে বধ্যভূমির বৈদু্যতিক বাল্ব, তার, ফ্যান, বড় লাইট, সুইচ, বোর্ড অনেক কিছুই চুরি হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানায়, কিছু বখাটে যুবক প্রায় প্রতিদিন সেখানে মদ, গাঁজা, ফেনসিডিলসহ মাদক সেবনের আড্ডা বসায়। কেউ কিছু বলতে সাহস পায় না। এভাবে চলতে থাকলে এক সময়ে বধ্যভূমির ঘরের ইটও থাকবে না।