চৌগাছায় ঈদের নতুন পোশাক পেল শতাধিক শিশু

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় শতাধিক শিশু শিক্ষার্থীকে ঈদের নতুন পোশাক বিতরণ করেছেন স্বপ্নদুয়ার-১৭ নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শিশু শিক্ষার্থীকে নতুন পোশাক দেওয়া হয়। 'স্বপ্নদুয়ার-১৭'-এর সভাপতি জাবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীব ফেরদৌসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনটির উপদেষ্টা মনিরুজ্জামান লাজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আল শাহরিয়ার আহমেদ, কামরুজ্জামান, সদস্য আবীর ফেরদৌস, তানভীর হাসান নয়ন, গোলাম শাহরিয়ার জিহাদ, চয়ন কুমার দে, সোয়াইব আক্তার পিয়াস, সজীব রহমান, মঈন বিলস্নাহ ইথুন, নাহিদ হোসেন, প্রমিজ খান, আবীর রহমান, রাখী আজমীর প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আশীব ফেরদৌস বলেন, 'রোজায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হলে সংগঠনের সদস্যরা উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা করি। পরে একসঙ্গে করে শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক প্রদান করা হয়।' সভাপতি জাবির আহমেদ বলেন, 'আমরা এবার নিয়ে ৪র্থ বারের মতো শিশু শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক দিয়েছি।'