বোদায় তিন দিনব্যাপী বারুনী গঙ্গা স্নান উৎসব শুরু

উৎসবে গিয়ে শিশুর মৃতু্য

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে বোদায় সনাতন ধর্মালম্বীদের তিন দিনব্যাপী বারুনী মহাগঙ্গা স্নান উৎসব শুরু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে এ গঙ্গা স্নান শুরু হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলা হতে শত শত সনাতন ধর্মীয় লোকজন পাপ মোচন ও পবিত্র হওয়ার জন্য স্নান করেন। এ উপলক্ষে এখানে তিন দিনব্যাপী মেলা বসে। এদিকে, বারুনী মহাস্নান উৎসবের প্রথম দিনে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে শিশুর মৃতু্য হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ধনঞ্জন জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে। পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে উৎসবে অংশ নেয়। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য গোসল করতে নামেন। সবার অগোচরে শিশুটি নদীর পানিতে নামলে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ইউডি মামলা করা হয়েছে।