মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১

বোদায় তিন দিনব্যাপী বারুনী গঙ্গা স্নান উৎসব শুরু

উৎসবে গিয়ে শিশুর মৃতু্য
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
বোদায় তিন দিনব্যাপী বারুনী গঙ্গা স্নান উৎসব শুরু

পঞ্চগড়ে বোদায় সনাতন ধর্মালম্বীদের তিন দিনব্যাপী বারুনী মহাগঙ্গা স্নান উৎসব শুরু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে এ গঙ্গা স্নান শুরু হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলা হতে শত শত সনাতন ধর্মীয় লোকজন পাপ মোচন ও পবিত্র হওয়ার জন্য স্নান করেন। এ উপলক্ষে এখানে তিন দিনব্যাপী মেলা বসে।

এদিকে, বারুনী মহাস্নান উৎসবের প্রথম দিনে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে শিশুর মৃতু্য হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ধনঞ্জন জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে উৎসবে অংশ নেয়। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য গোসল করতে নামেন। সবার অগোচরে শিশুটি নদীর পানিতে নামলে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ইউডি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে